ঢাবির জগন্নাথ হলে ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা

ঢাবি প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৮
শেয়ার :
ঢাবির জগন্নাথ হলে ছাত্রলীগ নেতার কক্ষ সিলগালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক ছাত্রলীগ নেতার কক্ষে অভিযান চালিয়ে সেখান থেকে স্টাম্প, লাঠি ও রড উদ্ধার করা হয়েছে। পরে কক্ষটি সিলগালা করে দেয় হল কর্তৃপক্ষ। গতকাল শনিবার দিবাগত রাতে হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য (নতুন ভবন) ভবনের ৪ হাজার ১০ নম্বর কক্ষে এ সব দেশীয় অস্ত্র পাওয়া যায়।

হল তল্লাশির সময় প্রক্টরিয়াল টিমের সঙ্গে পুলিশও ছিল বলে জানা গেছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ওই কক্ষে বহিরাগত থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতেই পুলিশ রাখা হয়েছিল।

এ বিষয়ে ওই কক্ষের ছাত্র হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব বিশ্বাস বলেন, ‘লাঠিগুলো রুম পরিষ্কার করার জন্য রাখা ছিল। আর রড রুমের বাইরে থেকে এমনই এনে রাখা হয়েছিল।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল জগন্নাথ হলের দুইটি কক্ষে ধারাল অস্ত্র আছে। তল্লাশি করে আমরা তেমন কিছু পাইনি। স্টাম্প, লাঠি ও রড পেয়েছি। এগুলো আমরা প্রাধ্যক্ষের কাছে রেখে এসেছি।’

তিনি আরও জানান, ‘রুমে কাউকে পাওয়া যায়নি। রুমটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে রুমে তল্লাশি করা হয়েছে। এ ঘটনায় ওই রুমে থাকা ছাত্রের বিরুদ্ধে যদি একাডেমিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে, আমরা নেব।’