ইতিহাস একাডেমির ১৯তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
ইতিহাস একাডেমির আয়োজনে ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক ১৯তম আন্তর্জাতিক সম্মেলন ঢাকাস্থ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অডিটোরিয়ামে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম শাহনাওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস একাডেমির ট্রেজারার মো. রোকন-উদ-দৌলা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ। সম্মেলনে অধ্যাপক ড. সামিনা সুলতানাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সেইসঙ্গে সেরা ছয় প্রাবন্ধিককে বিভিন্ন ক্ষেত্রে ইতিহাসবিদ নীহাররঞ্জন রায় স্মৃতি পুরস্কার ( প্রাচীনযুগ), ইতিহাসবিদ আব্দুল মোমেন চৌধুরী স্মৃতি পুরস্কার (প্রাচীনযুগ), ইতিহাসবিদ আবদুল করিম স্মৃতি পুরস্কার ( মধ্যযুগ), ইতিহাসবিদ কেএম মোহসীন স্মৃতি পুরস্কার (ঔপনিবেশিক যুগ), ইতিহাসবিদ এ.এফ সালাহ্উদ্দিন আহমদ স্মৃতি পুরস্কার (বাংলাদেশের মুক্তিযুদ্ধ) ও লোকবিদ আশরাফ সিদ্দিকী স্মৃতি পুরস্কার (সংস্কৃতি) স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠিত সম্মেলনে তিন শতাধিক দেশ-বিদেশের শিক্ষাবিদ, প্রাবন্ধিক, গবেষক স্ব স্ব ক্ষেত্রে তাদের প্রবন্ধ উপস্থাপন করেন।
আরও পড়ুন:
ঢাকার রিকশাচিত্র পেল ইউনেসকোর স্বীকৃতি
সমগ্র সম্মেলন মোট পাচঁটি অধিবেশনে সম্পন্ন হয়েছে। সম্মেলনটি সমন্বয় করেছেন ইতিহাস একাডেমির জয়েন্ট সেক্রেটারি ড. শাহীনুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন- ইতিহাস একাডেমির সহ-সম্পাদক মিলি রহমান ও সায়মা রহমান।