বাড়িতে সাপ পুষছেন সৃজিত!
বাড়িতে অজগর সাপ পুষছেন টলিউডের গুণী পরিচালক সৃজিত মুখার্জি। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এ বিষয়ে ইঙ্গিত দেন সৃজিত। আজ শুক্রবার সংবাদমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গতকাল ফেসবুক পোস্টে সৃজিত লেখেন, ‘উলুপীকে বাড়িতে স্বাগত। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।’ এই পোস্টের পরেই পরিচালকের পরিবারে নতুন অতিথি কে, তা নিয়ে টলেউডে জল্পনা ছড়ায়।
খোঁজ নিয়ে জানা গেছে, সৃজিত বাড়িতে একটি পোষ্য এনেছেন। আর সেই পোষ্যটি কোনো কুকুর নয়, সেটি একটি অজগর! সুদূর কলম্বিয়া থেকে নাকি এই অজগরকে আনিয়েছেন সৃজিত।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘উলুপী’ শব্দের অর্থ কী? ‘মহাভারত’ ছাড়াও ‘বিষ্ণু পুরাণ’ ও ‘ভগবত পুরাণ’-এ নাগকন্যা উলুপীর উল্লেখ রয়েছে। কথিত আছে, বনবাসে থাকাকালে অর্জুনের সঙ্গে উলুপীর বিবাহ হয়।
টলিউড সূত্রে জানা গেছে, সৃজিত বন দপ্তর থেকে যাবতীয় প্রযোজনীয় অনুমতি নিয়েই অজগরকে বাড়িতে নিয়ে এসেছেন। তবে সাপটিকে আপাতত অনুরাগীদের নজরের আড়ালেই রেখেছেন তিনি।
অজগরের ছবি দেখানোর অনুরোধ করলে সৃজিত উত্তরে মজা করে বলেছেন, ‘বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয়। আর একটু বড় হোক, দেব।’
সাপ পোষার তো ঝক্কিও অনেক, এটিকে কীভাবে সামলাচ্ছেন?- এমন প্রশ্নের উত্তরে সৃজিত বলেন, ‘অজগর খুবই শান্ত প্রাণী। এ আর ঝক্কি কী! তবে আমি অনেক ছোট থেকেই সাপ-খোপ সামলাতে পারি। আমার কোনো ভয় নেই। বরং এই উপমহাদেশে সাপ নিয়ে বড্ড কুসংস্কার। সেগুলো ভালো লাগে না।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট