‘ইঞ্জিন রুমে যাদের রেখেছে, তারাই মারা গেছে’
অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় আট বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার পাঁচ যুবক রয়েছেন। সন্তানদের হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। কোনো সান্ত্বনাই থামাতে পারছে না তাদের আহাজারি।
এ ঘটনায় জড়িত দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সাহায্য প্রার্থনা করছেন পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজৈরের ওই পাঁচ যুবক হলেন নয়ন বিশ্বাস, মামুন সেখ, কাজি সজীব, কায়সার ও সেনদিয়া গ্রামের সজল বৈরাগী।
মামুনের সেখের বোন বলেন, ‘দালালদের প্রতারণায় তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে আমার ভাই নিহত হয়েছে।’
মামুনের ভাই বলেন, ‘ছোট বোটে অতিরিক্ত লোক নেওয়ায় ইঞ্জিন রুমে যাদের রেখেছে, তারাই মারা গেছে।’
ইতালি গিয়ে অর্থ উপার্জন করে পরিবারের সদস্যদের স্বচ্ছল জীবন দেওয়ার স্বপ্ন মাদারীপুরের অনেক যুবকের। তাদের সেই সুযোগ নেয় স্থানীয় দালাল চক্র। বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধভাবে লিবিয়া দিয়ে সমুদ্রপথে তাদের ইতালি পাঠানোর ব্যবস্থা করে তারা। এই দালালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে মাদারীপুরের প্রশাসনের প্রতি দাবি জানান স্বজনরা।