টিভিতে ‘একজনই সোহেল রানা’
‘একজনই সোহেল রানা’
ঢাকার এক অবিস্মরণীয় সিনেমার নাম ‘মাসুদ রানা’। পর্দার অভিযানে সেই মাসুদ রানা’র ৫০ বছর…। মাসুদ পারভেজ অর্থাৎ সোহেল রানা- এর নায়ক ও পরিচালক হিসেবে আত্মপ্রকাশ এবং বাজিমাত; দিনে দিনে পর্দার এই বৈচিত্র্যময় মানুষটি সকলের কাছে হয়ে ওঠেন অসাধারণ।
সেই সোহেল রানা’র ৭৮তম জন্মদিন আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে চ্যানেল আই- এর পদার্য় সোহেল রানাকে নিয়ে নির্মিত ‘একজনই সোহেল রানা’ অনুষ্ঠানটি প্রচার হবে আগামী ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায়। সোহেল রানার সঙ্গে কথপোকথনে ওঠে এসেছে অকপটে একান্ত কিছু কথা যা, এতদিন সবারই ছিল অজানা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শনিবার চ্যানেল আইয়ের নিজস্ব ষ্টুডিওতে এর রেকডিং হয়েছে। এটি গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান।
স্বাধীনতার পর বাংলা সিনেমায় যে কজন আলো ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম মাসুদ পারভেজ সোহেল রানা। প্রযোজক,পরিচালক ও অভিনেতা তিন ক্ষেত্রেই সফল তিনি। বাংলা সিনেমার স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ‘পারভেজ ফিল্মস’র কর্ণধারের জন্ম ঢাকায় হলেও পৈতৃক বাসস্থান বরিশাল জেলায়। তার স্ত্রী ডা. জিনাত পারভেজ এবং একমাত্র সন্তান পুত্র মাশরুর পারভেজ জীবরান।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট