এডিএসবি’র সঙ্গে সিওডিলের চুক্তি সই
অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এডিএসবি) বার্ষিক আয়োজন ‘অ্যাসথেটিকা ২০২৪’ এর প্লাটিনাম স্পন্সর হয়েছে আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। অক্টোবরে রাজধানী ঢাকার পাঁচ তারকা একটি হোটেলে এই অনুষ্ঠান হবে।
সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেডের ফ্যাক্টরি মিলনায়তনে আয়োজিত এডিএসবির বার্ষিক সাধারণ সভায় এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। সিওডিলের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর সুকান্ত দাশ এবং এডিএসবি’র পক্ষে সংগঠনের নব নির্বাচিত সভাপতি ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম চুক্তিপত্রে সই করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিমার্ক এইচবি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আম্বিয়া, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার এবং এডিএসবি’র নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. ইমরোজ মুহিত প্রমুখ।
এডিএসবি’র সভাপতি ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ‘অ্যাসথেটিক ডার্মাটোলজির প্র্যাক্টিস বাংলাদেশে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এডিএসবি এবং সিওডিল একই সঙ্গে কাজ করে যাবে।’ এ ছাড়া তিনি অ্যাসথেটিক সোসাইটিকে গবেষণার প্রতি নতুন উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান।