ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বুবলী বললেন

বিনোদন প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৮
শেয়ার :
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বুবলী বললেন

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ বুধবার। জোড়া উৎসবের আমেজ বইছে দেশজুড়ে। বসন্তের ছোঁয়ায় নতুন করে সেজেছে প্রকৃতি। বর্ণিল সাজে চলছে নানা আয়োজন। তারই আমেজে মেতেছেন ঢাকার শোবিজ তারকারাও। প্রিয় মানুষ ও ভক্ত- শুভাকাঙ্খীদের জানাচ্ছেন শুভেচ্ছা।

এদিন ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানিয়েছেন, ভালোবাসা দিবসের শুভেচ্ছাও। ছবিতে বুবলী নীল রঙের শাড়ি পড়েছেন, ছেলেকেও পরিয়েছেন নীল রঙের পাঞ্জাবী। ছবিগুলো ভারতের তাজমহলের সামনে তোলা।


ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী… প্রতিটি দিনই ভালোবাসার তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।’

এদিকে, সম্প্রতি ভারতের সিনেমায় অভিষেক হয়েছে বুবলীর। নাম ‘ফ্ল্যাশব্যাক’। রাশেদ রাহার পরিচালনায় এতে তার বিপরীতে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাস। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরনার এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।