১১ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ফটক-প্রশাসনিক ভবনে তালা
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১১ দফা দাবিতে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
আজ রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন।
দাবিগুলো হলো- নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সকল নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া, কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সিজিপিএ শিথিল করা, আবাসিক হলে এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাদ্যে ভর্তুকি দেওয়া ও ক্যাফেটেরিয়ার আধুনিকায়ন, মার্ক টেম্পারিং রোধে পরীক্ষার উত্তরপত্র থেকে অতিশীঘ্রই আইডি নম্বর তুলে দেওয়া, ক্লাসরুম সংকট নিরসন, আধুনিক সুবিধা সম্বলিত জিমনেশিয়াম, দৃষ্টিনন্দন মুক্তমঞ্চ স্থাপন, ইন্টারনেটের গতি বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে আগামীকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে, সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানান শিক্ষার্থীরা।