রাবি উপাচার্যের সঙ্গে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভের সাক্ষাৎ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সঙ্গে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ড্রিগহাম সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতকালে তারা জলবায়ু পরিবর্তন কীভাবে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের অধিবাসীদের জীবনে প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে বরেন্দ্র অঞ্চলে জলবায়ুর প্রভাব কেমন হবে এ বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া এমা ড্রিগহাম রাবির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শিশু, নারী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ইউনিসেফের সঙ্গে ভবিষ্যতে কাজ করবে বলে রাবি উপাচার্য ইউনিসেফকে আশ্বাস প্রদান করেন।
এ সময় রাবির পক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাবরিনা নাজ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং ইউনিসেফের পক্ষে ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ফারুক আদ্রিয়ান ডুমান, রুহুল আমিন ও রাজশাহী-রংপুর অঞ্চলের ইউনিসেফের প্রধান মো. তৌফিক ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!