বিইউপির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪-এর চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৯
শেয়ার :
বিইউপির আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪-এর চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফিজিক্যাল অ্যাডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত বিইউপি আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতাটি গত ২৮ জানুয়ারি শুরু হয়েছিল, যেখানে বিইউপির সব বিভাগ অংশগ্রহণ করে। 

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি বিভাগ ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ অংশগ্রহণ করে এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট বিভাগ স্টাডিজ চ্যাম্পিয়ন ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন্স টেকনোলজি বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।