কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ২ সাংবাদিক আহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৭
শেয়ার :
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ২ সাংবাদিক আহত

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষের ছবি তুলতে গেলে দুই সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের সিট দখল নিয়ে আবু নাঈম আব্দুল্লাহ ওরফে যাযাবর নাঈম ও অনিক গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাঈমসহ তার সমর্থকরা অবস্থান করছিল। পরে অনিক গ্রুপের সমর্থকরা হামলা চালায়। এতে নাঈমসহ তিনজন আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে নাঈমের সমর্থকরা অনিক গ্রুপের সমর্থকদের ধাওয়া করে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে নাঈমের সমর্থকরা আজকের পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ফাহাদ বিন সাঈদ ও যায়যায়দিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি আহসান হাবীবের ওপর হামলা চালায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার বলেন, আহত দুই সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের ব্যথার দান চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে দৃষ্টান্ত ব্যবস্থা নেওয়া হবে।