পুনমের বেঁচে থাকা নিয়ে টুইট ঘিরে চাঞ্চল্য
বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যু নিয়ে ক্রমেই বাড়ছে রহস্য। উঠছে একাধিক প্রশ্ন। কেউ কেউ শোক প্রকাশ করলেও এই খবর সত্য কিনা সন্দেহ প্রকাশ করছেন অনেকে।
গত বৃহস্পতিবার রাতে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে পুনম পাণ্ডের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রীর ম্যানেজার। এদিকে পুনমের দেহরক্ষী এই বিষয়ে একেবারেই অবগত নন। সংবাদমাধ্যম থেকেই খবর জেনেছেন তিনি।
পুনমের সঙ্গে ১১ বছর ধরে কাজ করছেন আমিন খান। অভিনেত্রী তার পরিবারের থেকে দূরে থাকতেন। মৃত্যুর খবর নিশ্চিত হতে অভিনেত্রীর বোনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন দেহরক্ষী আমিন খান। এরপরই পুনমের মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা।
ভারতীয় সংবাদমাধ্যমকে আমিন বলেন, ‘আমি খবরটি একদমই বিশ্বাসই করতে পারছি না। আমি চেষ্টা করছি তার বোনের সঙ্গে যোগাযোগ করার। খবরে দেখে চমকে গেলাম। ৩১ জানুয়ারি রোহিত ভার্মার সঙ্গে ফটোশুটও করেছেন তিনি। তাকে তো একদম ফিট অ্যান্ড ফাইন লেগেছিল। শরীর খারাপের তো কোনও লক্ষণ দেখিনি। তার বোনের সঙ্গে কথা বলে নিশ্চিত হবো।’
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
আমিন ২০১১ সাল থেকে পুনমের সঙ্গে আছেন। পুনমের দেহরক্ষী জানান, অভিনেত্রী নিজের শরীর-স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন ছিলেন। ব্যক্তিগত ট্রেনারও ছিল। এমনকি তিনি মদের নেশাও ছেড়ে দিয়েছিলেন।
গতকাল শুক্রবার সকালে অভিনেত্রীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে জরায়ুমুখ ক্যানসারে হারিয়েছি।’
সেই পোস্টে আরো লেখা হয়, “দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।”
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক করে নেটিজেনদের। এমনকি অনেকেই প্রশ্ন তুলতে থাকেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল। কেউ কেউ বলছেন পাবলিসিটি স্টান্ট।
২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও করেছেন। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা। তাকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’। এর আগে রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’-তেও দেখা গেছে তাকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট