হেরোইনের মামলায় আসামির যাবজ্জীবন

আদালত প্রতিবেদক
৩১ জানুয়ারী ২০২৪, ২০:২৯
শেয়ার :
হেরোইনের মামলায় আসামির যাবজ্জীবন

রাজধানীর খিলগাঁও থানার ১০০ গ্রাম হেরোইনের মামলায় মো. আরিফ হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার আগে আরিফকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডিত আরিফ হোসেন মাদারীপুরের শিবচর থানার চর ভদ্রাসন এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ মার্চ সন্ধ্যা ৭টায় খিলগাঁওয়ের নন্দীপাড়া টিয়া সংঘ ক্লাবের সামনে থেকে একশ গ্রাম হেরোইনসহ আরিফকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ২৫ মে একই থানার উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন।