প্রথমবারের মতো সম্মিলিত কর্মীসভা আয়োজন নোবিপ্রবি ছাত্রলীগের
প্রথমবারের মতো হল-ইনস্টিটিউট-অনুষদ ভিত্তিক সম্মিলিত কর্মীসভা করেছে বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের নোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভর সঞ্চালনায় এবং নোবিপ্রবি শাখার সভাপতি নাঈম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় বক্তব্য রাখেন নোবিপ্রবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পদের দায়িত্বপ্রাপ্ত নেতারা।
নোবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ বলেন, ‘গত বছরের ১৩ অক্টোবর নোবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি আসার পর আমরা মাত্র তিন মাসে মতবিনিময় সভাসহ আজকের সম্মিলিত কর্মী সভা আয়োজন করতে সক্ষম হয়েছি।’
নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান বলেন, ‘আমরা জানি ছাত্রলীগের একজন কর্মী পদবী ছাড়া কতটা অসহায়। তাই আমরা অতিদ্রুত হল, অনুষদ ও ইনস্টিটিউটের কমিটি ঘোষণা করে ছাত্রলীগকে গতিশীল এবং সুসংগঠিত করতে চাই।’
তিনি আরও বলেন, ‘নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীরা শুধুমাত্র রাজনীতি চর্চায় নয় বরং লেখাপড়া, গবেষণা, বিতর্ক, সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বত্র নিজেদের প্রতিভার বিকাশ ঘটাবে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
অনুষ্ঠানে শাখা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল শাখার প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। হল শাখার সভাপতি পদে নাজমুল হাসান লিসু ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ বায়েজিদ তপু নির্বাচিত হয়েছেন। অন্যান্য হল, অনুষদ ও ইনস্টিটিউট সমূহের কমিটিগুলোও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সভাপতি পতি ও সাধারণ সম্পাদক।