গুলশান জগার্স সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
২৯ জানুয়ারী ২০২৪, ১০:৩৭
শেয়ার :
গুলশান জগার্স সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

গুলশান জগার্স সোসাইটির উদ্যোগে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ৮টায় জগার্স প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গুলশান জগার্স সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহা. নূর আলী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গুলশান জগার্স সোসাইটির সহসভাপতি আহ্বায়ক আবুল বাশার সিকদার বাদল। আর শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি মজিবুর রহমান মৃধা। 

এ ছাড়া আরও বক্তব্য রাখেন গুলশান জগার্স সোসাইটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম খসরু ও সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুলশান জগার্স সোসাইটি সর্বদা আত্মমানবতার সেবায় এগিয়ে আসে। তারই ধারাবাহিকতায় আজ এই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ইতিপূর্বে গুলশান জগার্স সোসাইটির পক্ষ থেকে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গত ২০ জানুয়ারি মানুষের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এ সময় অনুষ্ঠানে গুলশান জগার্স সোসাইটির উপদেষ্টামণ্ডলী, কার্যনির্বাহী সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।