সেভেন রিংস সিমেন্টের ম্যানেজমেন্ট কনফারেন্স
সম্প্রতি সেভেন রিংস্ সিমেন্টের এসএসজি গ্লোবাল ইআরপি এবং ডিজিটালাইজেশন বিভাগ ‘ডিজিটাল সেভেন রিংস্ সিমেন্ট: ম্যানেজমেন্ট কনফারেন্স’ এর আয়োজন করে। সেভেন রিংস্ সিমেন্টে এই ধরনের সম্মেলন এটিই প্রথম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুন্ শিং গ্রুপ বাংলাদেশ অপারেশনের ভাইস-চেয়ারম্যান এস. রায়হান আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ (অনলাইনের মাধ্যমে কনফারেন্সে যুক্ত হন), ডিজিটালাইজেশনের ডিরেক্টর আনিকা আলী চৌধুরী, ডিরেক্টর সাইফ রহমান প্রমুখ।
কনফারেন্সটি কোম্পানির ডিজিটালাইজেশন রোডম্যাপের চ্যালেঞ্জসমূহ নিরূপণের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে, যার লক্ষ্য প্রযুক্তির ক্রমবর্ধমান পরিধি গভীরভাবে বুঝা এবং কৌশল তৈরি করা। সুস্পষ্ট ডিজিটাল লক্ষ্য নির্ধারণের গুরুত্বের ওপর জোর দিয়ে, সম্মেলনের লক্ষ্য ছিল ডিজিটাল পরিমণ্ডলে সেভেন রিংস্ সিমেন্টের উদ্দেশ্যগুলিকে সংজ্ঞায়িত করা।
উক্ত কনফারেন্সে চেঞ্জ ম্যানেজমেন্ট, প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, বিজনেস ইন্টেলিজেন্স এবং প্রতিটি বিভাগের জন্য প্রযুক্তি-সম্পর্কিত কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া সাইবার সিকিউরিটির বিষয়ে সচেতনতার বৃদ্ধি, ডিজিটাল সম্পদের সুরক্ষায় শক্তিশালী কাঠামো নিশ্চিত করা, কোম্পানির ডিজিটাল ট্রান্সফরমেশনের সঙ্গে প্রতিষ্ঠানের জনবলকে যুক্ত করার বিষয়ে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোচনা করা হয়। কনফারেন্সটি কিছু মাইলফলক চিহ্নিত করেছে, যা প্রযুক্তিগত উদ্ভাবনের অগ্রভাগে থাকার জন্য আমাদের কোম্পানির প্রতিশ্রুতিকে দৃঢ় করবে।