কক্সবাজারে পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতায় নর্দান ইউনিভার্সিটির কার্যক্রম
কক্সবাজারে সাধারণ মানুষের মাঝে ২০ থেকে ২২ জানুয়ারি তিন দিনব্যাপী গণসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাবলিক হেলথ ডিপার্টমেন্ট।
এই প্রচারণার বিষয়বস্তু ছিল 'পরিবেশগত নিরাপত্তা' এবং 'ইপিআই ভ্যাকসিনেশন'। নিরাপদ জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে নর্দান ইউনিভার্সিটির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। এ বিভাগের শিক্ষার্থীরা জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতা ব্যানার প্রদর্শন করে মানববন্ধন করে।