ইবি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে ইউজিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা দুর্নীতির তদন্তে সরজমিনে এসেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক গঠিত তদন্ত কমিটি। আজ সোমবার দিনব্যাপী ইউজিসির তিন সদস্যের তদন্ত কমিটি এসব অনিয়ম নিয়ে বিভিন্ন দপ্তর প্রধানের সঙ্গে কথা বলেন।
ইউজিসির সদস্য ড. মো. আবু তাহেরের নেতৃত্বে তদন্ত কমিটি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, সহউপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তর প্রধান, রেজিস্ট্রার, প্রকল্প পরিচালক, অর্থ পরিচালক, প্রধান প্রকৌশলী (বর্তমান ও সাবেক), শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দুদক কুষ্টিয়া কার্যালয়ের কর্মকর্তা সাইদুর রহমানের সঙ্গে আলাদা আলাদা কথা বলেন। পাশাপাশি সংশ্লিষ্টদের থেকে বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন তদন্ত কমিটি।
এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবু তাহের বলেন, ‘আমাদের টিম প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন কর্মকর্তাদের সাথে কথা বলেছে। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি, আরও কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। তদন্ত শেষ হলেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
গত বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত নিয়োগ সংক্রান্ত উপাচার্যের অন্তত এক ডজনের বেশি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অডিওতে পরীক্ষার আগেই চাকরির প্রশ্নফাঁস ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলতে শোনা যায়। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর ইউজিসি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।