বিএনপি নেতা কাইয়ুমকে দেশে ফেরত পাঠাতে স্থগিতাদেশ
২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় বসবাস করা বিএনপি নেতা এম এ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠাতে স্থগিতাদেশ দিয়েছেন কুয়ালালামপুর হাইকোর্ট।
সেকেন্ড হোম কর্মসূচির আওতায় মালয়েশিয়ায় থাকা বিএনপির এই নেতার বিরুদ্ধে ইউএনএইচসিআর’র নিবন্ধিত শরণার্থী হিসেবে ফেরত পাঠানোর আদেশে স্থগিতাদেশ দিলেন আদালত।
আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিএনপি নেতা কাইয়ুমের পেক্ষে আদালতে শুনানি করেন মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুয়ারা রাকায়েত।
দকুয়ালালামপুর হাইকোর্টের আইনজীবী কি শু মিন বলেন, ‘বিচারক কে মুনিয়ান্দি বেআইনি অভিবাসন আটককে চ্যালেঞ্জ জানাতে কাইয়ুমের আবেদনের শুনানি আগামী ৫ এপ্রিল ধার্য করেছেন। শুনানির আগে হাইকোর্ট সরকারকে ২ ফেব্রুয়ারির মধ্যে সম্পূরক হলফনামা দাখিল করতে এবং কাইয়ুমকে ১ মার্চের মধ্যে জবাব দাখিল করতে নির্দেশ দিয়েছেন।’
মানবাধিকার সংগঠন সুয়ারা রাকায়েতের নির্বাহী পরিচালক সেভান দোরাইস্বামি শুনানিতে বলেন, ‘কাইয়ুমের গ্রেপ্তার অবৈধ। কারণ তিনি জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর স্বীকৃত শরণার্থী। এ সংক্রান্ত পরিচয়পত্র তার কাছে আছে।’
মালয়েশিয়ার অভিবাসন দপ্তর কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা থেকে সরে এসে আদালতের আদেশ পুরোপুরি বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন দোরাইস্বামি।