আগাম জামিন পেলেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু

অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৪, ২২:৩২
শেয়ার :
আগাম জামিন পেলেন বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার তিনি হাজির হয়ে আবেদন করলে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ আগামী ১৫ মার্চ পর্যন্ত তাকে আগাম জামিন দেন।

আদালতে আবদুল আউয়াল মিন্টুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত বছরের ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবনের হামলার ঘটনায় মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৯ নেতা-কর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। ওই মামলায় আগাম জামিন চেয়ে গত বছরের ডিসেম্বরের শুরুতে হাইকোর্টে আবেদন করা হয়। তবে এক মাসের বেশি সময় পর আদালতে হাজির হয়ে জামিন চান আবদুল আউয়াল মিন্টু।