সম্রাটের মামলার চার্জ শুনানি বারবার পেছাচ্ছে

আদালত প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৪, ১৪:৪০
শেয়ার :
সম্রাটের মামলার চার্জ শুনানি বারবার পেছাচ্ছে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় চার্জ শুনানি ফের পিছিয়ে আগামী ৫ মার্চ ঠিক করেছেন আদালত। আজ সোমবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল আলম আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ তারিখ ঠিক করেন।

এদিন সকালে সম্রাট আদালতে হাজিরা দেওয়ার পর তার আইনজীবী চার্জগঠনের শুনানির জন্য সময় আবেদন করেন। শুনানির পর আদালত তা মঞ্জুর করেন।

এদিকে একই আসামির মানিলন্ডারিং, অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ মামলায় এ পর্যন্ত চার্জগঠনের শুনানি হয়নি। ২০২১ সাল থেকে এ মামলাগুলো চার্জগঠনের শুনানির পর্যায়ে থাকলেও এ পর্যন্ত চার্জগঠনের শুনানিই সম্পন্ন করতে পারেননি আদালত।

২০২১ সালের ১১ মে সম্রাটের একই আদালত এ আসামির জামিন মঞ্জুর করেন। এরপর একই বছর ১৮ মে হাইকোর্ট দুদকের আবেদনে সম্রাটের জামিন বাতিল করে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সে অনুযায়ী সে ২০২২ সালের ২৪ মে আদালতে আত্মসমর্পণ করলে আদালত কারাগার পাঠান। এরপর ওই বছর ২২ আগস্ট একই আদালত সম্রাটের জামিন মঞ্জুর করেন।

মামলা থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 

২০২০ সালের ২৬ নভেম্বর মামলাটি তদন্ত করে সম্রাটের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

অন্যদিকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সম্রাটের অস্ত্র আইনের মামলা বিচারাধীন। আর ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মাদক আইনের মামলা বিচারাধীন। এ মামলা দুটির মধ্যে ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র আইনের মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। 

ওই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট এবং আরমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই আ. হালিম। এ মামলাগুলোয়ও এ পর্যন্ত চার্জগঠনের শুনানি হয়নি। একইভাবে এ মামলাগুলোর চার্জগঠনের শুনানিও পেছাচ্ছে।