নতুন যা দেখল বিশ্ব
সিইএস ২০২৪
অটোম্যাটেড টুডি টু থ্রি ডি মনিটর
এবারের মেলায় ফোরকে রেজল্যুশনের গেমিং মনিটরের নমুনা দেখিয়েছে স্যামসাং। মনিটরটি ৩৭ ইঞ্চি বড়। জানা যায়, মনিটরটি স্বয়ংক্রিয়ভাবে টুডি থেকে থ্রিডিতে রূপান্তর হতে পারে। এই মনিটরটির রয়েছে এমন এক বিস্ময়কর প্রযুক্তি, যা চোখ ও মাথাকে ফলো করে স্বয়ংক্রিয়ভাবে টুডি থেকে থ্রিডিতে রূপান্তর হতে পারে। ফলে রং ও উজ্জ্বলতা ঠিক রেখে পর্দাটি ব্যবহারকারীর অবস্থান ও দৃষ্টি বিশ্লেষণ করে থ্রিডি অভিজ্ঞতা দিতে পারে। পর্দাটিতে থ্রিডি সিনেমা দেখা যাবে এবং ভিআর গেম খেলা যাবে।
ঘরে বসে চেকাপ সারাবে বিম-ও
এবারের মেলায় অভিনব এক উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে ফ্রান্সের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান উইথিংস। এই প্রযুক্তির সাহায্যে ঘরে বসেই শরীরের প্রয়োজনীয় চেকআপ সেরে ফেলা যাবে। ফরাসি এই প্রতিষ্ঠানটি নতুন যন্ত্রটির নাম দিয়েছে বিম-ও। মুঠোফোনের চেয়ে ছোট আকারের এই যন্ত্রে রয়েছে একটি জ্বর মাপার থার্মোমিটার, একটি স্টেথোস্কোপ, রক্তের অক্সিজেনের হার মাপার জন্য রয়েছে পালস অক্সিমিটার ও একটি ইকেজি বা ইলেকট্রো কার্ডিওগ্রাম যন্ত্র। শুধু হাত দিয়ে ধরলেই এই যন্ত্র ব্যবহারকারীর রক্তে অক্সিজেনের হার, হৃৎস্পন্দন ও ইসিজির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা করে ফেলতে পারে। এর বিশেষ স্ক্যানার প্রযুক্তির সাহায্যে বুক ও পিঠের স্বাস্থ্যবিষয়ক তথ্যও উঠে আসে। পাশাপাশি বিভিন্ন ছোঁয়াচে ও হৃদরোগের বিষয়ে আগে থেকে সতর্ক করতে পারে এই যন্ত্র।
এর গুরত্বপূর্ণ দিক হচ্ছে- এর মাধ্যমে চেকাপের পর এতে প্রতিদিনের স্বাস্থ্যবিষয়ক তথ্য জমা থাকে, পরে যা অন্য চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা নেওয়া যায়।
দুই পর্দার ল্যাপটপ
এবারের কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৪-এ দুই পর্দার ল্যাপটপ এনেছে আসুস। ল্যাপটপটির নাম দেওয়া হয়েছে জেনোবুক ডুও। এর আগে ডুওর আরেকটি সংস্করণ বাজারে এসেছিল। আগের সংস্করণে ল্যাপটপে কিবোর্ডের পাশে ছোট আকারের আরেকটি পর্দা ছিল; কিন্তু আগের সংস্করণের সঙ্গে এই সংস্করণের পার্থক্য হলো- আগেরটি ছোট হলেও এবারের সংস্করণে দুটি পর্দার মাপই সমান। ওএলইডি প্রযুক্তির পর্দা দুটি ১৪ ইঞ্চি করে। পর্দা দুটির রেজুল্যুশন ২৮৮০ী ১৮০০ এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আসুসের এই ল্যাপটপে ৩২ গিগাবাইটের র্যাম ও ২ টেরাবাইট স্টোরেজ রয়েছে। এ ছাড়া এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আলট্রা ৯১৮৫ এইচ প্রসেসর।
স্বচ্ছ পর্দার টেলিভিশন
আরও পড়ুন:
যে গ্রহে হয় বালুবৃষ্টি
আগের কয়েক আসরেও স্বচ্ছ পর্দার টেলিভিশন দেখা গিয়েছিল সিইএসে; কিন্তু এবারই প্রথম স্বচ্ছ পর্দার ওএলইডি স্মার্ট টেলিভিশন দেখিয়েছে এলজি। পর্দাটি ৭৭ ইঞ্চি বড়। রিমোটের মাধ্যমে এই স্বচ্ছ পর্দার স্মার্ট টেলিভিশনের স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট প্যানেল পরিবর্তন করা যাবে। রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করে এটিকে সাধারণ ওএলইডি টেলিভিশনের মতো করা যাবে আবার ট্রান্সপারেন্ট প্যানেলের কনট্রাস্টের মাত্রা কমিয়ে পর্দা স্বচ্ছ করা যাবে, যাতে পর্দার পেছনের পটভূমিও দেখা যাবে। ওএলইডিটি প্রযুক্তির পর্দাযুক্ত এই স্মার্ট টেলিভিশনগুলোতে উচ্চ রেজুল্যুশনের ভিডিও দেখার পাশাপাশি আবহাওয়া, সময়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যও দেখা যাবে। জানা যায়, এ বছরই স্বচ্ছ পর্দার টেলিভিশনটি আনবে এলজি। তবে আলাদা করে কোনো তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি।
ল্যাম্বরগিনির স্বাস্থ্য প্রযুক্তি
টেলিমেট্রি এক্স নামের নতুন একটি প্রযুক্তি নিয়ে এসেছে গাড়ি নির্মাতা ল্যাম্বরগিনি। গাড়ি ও চালকের বিভিন্ন বিষয় পরিমাপের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হবে। টেলিমেট্রি এক্স নামের এই সিস্টেমের দ্বারা বায়োমেট্রিক ডেটা বিশ্লেষণ করে চালকের হৃৎস্পন্দন ও চাপের পরিমাপ করা যাবে এ ব্যবস্থায়। ফাইভজি সংযোগের মাধ্যমে রিমোট গ্যারেজ দিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে চলতি পথের তাৎক্ষণিক ফুটেজ, ছবি ও তথ্য সংগ্রহ করা যাবে। এতে রয়েছে ডিজিটাল কো-পাইলট, যাকে সক্রিয় ভয়েস অ্যাসিস্ট্যান্ট বলছে ল্যাম্বরগিনি। চলতি পথে গাড়ির গতি নির্ধারণে সহায়তা করবে এটি। কোথায় সাবধানে চলতে হবে বা কোথায় ব্রেক কষতে হবে, তা জানাবে এই কো-পাইলট।
তিন ডিভাইস চার্জ করার স্ট্যান্ড
আরও পড়ুন:
এআই টিম ভেঙে দিল মেটা
স্যাটেচি নামের এক প্রতিষ্ঠান তারবিহীন চার্জিং স্ট্যান্ড এনেছে এবারের সিইএসে। এতে কিউআইটু প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর থ্রি ইন ওয়ান ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ড ব্যবহার করে ইয়ারপডস, ম্যাগসেফ বা কিউআইটুসহ ফোন এবং অ্যাপল ওয়াচ একই সঙ্গে চার্জ করা যাবে। আর টু ইন ওয়ান ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ড ব্যবহার করে ইয়ারবাডস ও ফোন একসঙ্গে চার্জ করা যাবে। ফোল্ডেবল চার্জিং স্ট্যান্ডে ৪৫ ওয়াটের ইউএসবি সি পাওয়ার অ্যাডাপ্টার রয়েছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে যন্ত্র দুটি পাওয়া যাবে। থ্রি ইন ওয়ান চার্জিং স্ট্যান্ডের দাম পড়বে ১২৯.৯৯ মার্কিন ডলার আর টু ইন ওয়ান চার্জিং স্ট্যান্ডের দাম ৭৯.৯৯ ডলার।