খালেদা জিয়ার অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে যায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেকে চেয়েছিল, হুকুমের দাস কাউকে ক্ষমতায় বসাতে। বাংলাদেশের মানুষ তার জবাব দিয়েছে। খালেদা জিয়া বলেছিল, ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারব না। আর আমি প্রধানমন্ত্রী দূরে থাক, বিরোধীদলীয় নেতাও হতে পারব না। কিন্তু তার অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে যায়। আর সেটা তার জন্যই প্রযোজ্য হয়ে যায়।’
আজ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এবারের নির্বাচনে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল। তবে যত বেশি বাধা, তত বেশি জোশ আসে সবার মধ্যে—সেটাই এবারের নির্বাচনে প্রমাণ হলো। চক্রান্ত-ষড়যন্ত্র এখনো অব্যাহত, এক দিকে খুনিদের চক্রান্ত তো আছেই। এ ছাড়া আমি একটা মুসলিম দেশের মেয়ে, পাঁচ পাঁচবার ক্ষমতায়, সেটাও অনেকের পছন্দ নয়।’
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি যে নির্বাচন করবে, তার নেতা সামনে নেতৃত্বে নেই বলে নির্বাচন করতে চায়নি, বানচাল করতে চেয়েছিল। তাদের শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে আমরা বাধা দিইনি। কিন্তু ২৮ অক্টোবর তাদের আসল রূপ বের হলো।’
বিএনপির কার্যালয়ে তালার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘“ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে” গাইতে গাইতে কী রিজভী তালা ভাঙছিল! পুলিশ তালা লাগালে তো সিলগালা থাকত। তালাও বিএনপি নিজেরা দেয়, চাবিও নিজেরা হারায়। আসলে এই নাটকগুলো করে করে মানুষকে কিছু দিনের জন্য ধোঁকা দেওয়া যায়, সবসময়ের জন্য না। রিজভী কি তখন “হাম দো নো চাবি হো” গাইতে গাইতে তালা ভাঙছিল! তারা বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে।’
দেশে খাদ্যের সংকট নেই জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘দেশে কোনো খাদ্য-সংকট নেই, কেউ ইচ্ছাকৃত দাম বাড়িয়ে মানুষকে নাজেহাল করছে। সেদিকে আমাদের নজর দিতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমার নিজের কোনো বাড়ি-গাড়ি নেই। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষে টুঙ্গিপাড়ায় চলে আসব। বাড়ি এসে ভ্যানে করে সবার বাড়ি গিয়ে ঘুরব আর খাবার খাব।’
নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে অনানুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দীন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখসহ সহযোগী সংগঠনের নেতারা।
দুই দিনের সফরে আজ সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে রেকর্ড পঞ্চমবার ও টানা চতুর্থবার সরকার গঠন উপলক্ষে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।