প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন শিল্পীরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফের নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজের একঝাঁক শিল্পীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গণভবনে যান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে তাদের।
অভিনেতা আহসান হাবিব নাসিম বলেন, ‘টানা চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে শিল্পীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম আমরা। তিনি আবারও নির্বাচিত হওয়ায় তাকে আমরা শিল্পীরা আন্তরিক অভিনন্দন জানিয়েছি।’
আরও পড়ুন:
গণভবনে ডাক পেলেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘টানা চতুর্থবারের জয়ে আমরা শিল্পীরা মিলে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি। তাকে সমর্থন দেওয়া ও পাশে থাকার জন্য তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।’
প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য গণভবনে গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ, নায়িকা নিপুণ, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, অভিনেতা মীর সাব্বির, সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তীকর, শমী কায়সার, তানভীন সুইটি প্রমুখ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি