স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
০৮ জানুয়ারী ২০২৪, ১৮:৩০
শেয়ার :
স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন আহত হন। আহতদের মধ্যে এমারত সরদার নামের একজনকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

মিছিলে অংশ নেওয়া মনির দেওয়ান বলেন, ‘আজ সকালে তাহমিনার সমর্থক আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে আলীনগর ইউপির বর্তমান চেয়ারম্যান শাহেদ পারভেজের সমর্থকেরা মিছিলে অতর্কিত হামলা চালান। এ সময় বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে অন্তত ১০ জন আহত হন।’ 

এদিকে ঘটনাস্থল থেকে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ। থানায় নেওয়ার আগে হাফিজুর রহমান বলেন, ‘আমাদের ঈগলের মিছিলে লক্ষ্য করে বর্তমান চেয়ারম্যান শাহেদ পারভেজের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের অনেক লোক আহত হয়েছেন। এরমধ্যে দুজন গুরুতর অবস্থা। একজনের হাতের কব্জি উড়ে গেছে।’

অভিযোগের বিষয় জানতে চাইলে আলীনগর ইউপির চেয়ারম্যান শাহেদ পারভেজ বলেন, ‘আমি ঢাকায় আছি। গতকাল রাত থেকেই ঈগলের অনুসারী হাফিজুর তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করেন। আজ সকালে হাফিজুর তার লোকজন নিয়ে ফাসিয়াতলা বাজারে আসেন। তখন সবার হাতে দেশীয় অস্ত্র ও বোমা ছিল। এ সময় ইমরাত নামের একজনের ব্যাগে থাকা একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। হাফিজুর ওই সময় আমার কর্মীদের ওপরে হামলা চালানোর নির্দেশ দিলে সংঘর্ষ বাধে। বিষয়টি আমি পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং হাফিজুর আটক করে।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, ‘কালকিনিতে যেসব এলাকায় নির্বাচন-পরবর্তী সহিংসতা হচ্ছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে।’

উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক তাহমিনা বেগম ৯৬ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের ড. আবদুস সোবহান গোলাপ পান ৬১ হাজার ৯৭১ ভোট।