টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন গাজী ও বাবু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ জানুয়ারী ২০২৪, ১০:০৩
শেয়ার :
টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন গাজী ও বাবু

টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী গাজী গোলাম দস্তগীর এবং নারায়ণগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু। ২০০৮ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটিতেই আসন দুটি থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এই দুই হেভিওয়েট প্রার্থী।দল এই দুই প্রার্থীর ওপর আস্থা রেখে চতুর্থবারের মতো নৌকা তুলে দেন এবারের নির্বাচনেও। দলের সেই আস্থার প্রতিদানও দেন এই দুই প্রার্থী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী গাজী গোলাম দস্তগীরের সঙ্গে প্রতিদ্বন্দিতা করেন আরও আট প্রার্থী। এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া। তিনি কেটলি প্রতীক নিয়ে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। 

অপর আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। তিনি সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। যদিও মনে করা হচ্ছিল গত তিনবারের মতো গাজী গোলাম দস্তগীর খুব সহজে এবারের নির্বাচনে জয়ী হতে পারবে না। আবার অনেকে মনে করেছিলেন, হয়তো তিনি জয়ীই হবেন না। তবে শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিপুল ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেন গাজী গোলাম দস্তগীর। 

এই আসনে গাজীর নিকটতম প্রতিদ্বন্দ্বী কেটলি প্রতীকের শাহজাহান ভূইয়াকে ১ লাখ ১১ হাজার ৪০৮ ভোটের ব্যাবধানে পরাজিত করে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূল বিএনপির মহাসচিব সোনালী আঁশ প্রতিকের তৈমূর আলম খন্দকার পান মাত্র ৩ হাজার ১৯০ ভোট। শাহজাহান পান ৪৫ হাজার ৭৫ ভোট। গাজী গোলাম দস্তগীরের মোট ভোট ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট।

গত তিনবারের এই সংসদ সদস্য সর্বশেষ দায়িত্ব পালন করেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের। গত ৭ জানুয়ারি ভোটের দিন ‘রূপগঞ্জে গাজীতেই আস্থা ভোটারদের’ শিরোনামে আমাদের সময়ে একটি সংবাদ প্রকাশিত হয়। নির্বাচনের ফলাফল প্রকাশের পর রূপগঞ্জে সেই চিত্রই ফুটে উঠে। 

এদিকে টানা চতুর্থবারের মতো গাজীর জয়কে রূপগঞ্জের সাধারণ মানুষ তাদের জয় হিসেবেই দেখছেন। তারা মনে করছেন, গাজী গোলাম দস্তগীর বিগত সময়ে যে উন্নয়ন কাজ করেছেন তারই ফলস্বরুপ তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। আগামী দিনগুলোতে তিনি ভোটারদের আস্থার প্রতিদান দিবেন বলেই আশা স্থানীয়দের।

এদিকে টানা চতুর্থবারের মতো নারায়ণগঞ্জ-২ আসন থেকে নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করেছেন এক সময়ের ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম বাবু। ২০০৮ এর নির্বাচন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে দল তার প্রতিও আস্থা রেখে মনোনীত করে এসেছেন। দলের সেই আস্থার প্রতিদান অন্যান্যবারের মতো এবারও রেখেছেন প্রভাবশালী এই সংসদ সদস্য। 

গত ৭ জানুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসন থেকে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও চার প্রার্থী। এদের মধ্যে তৃণমূল বিএনপির আবু হানিফ হৃদয় ভোটের একদিন আগে নির্বাচন বর্জন করেন। এই আসনে নজরুল ইসলাম বাবুর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন। 

এই নির্বাচনে আলমগীর সিকদার লোটনকে ১ লাখ ৬০ হাজার ৯৮৬ ভোটের ব্যাবধানে পরাজিত করে নির্বাচিত হন নজরুল ইসলাম বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন পান ৭ হাজার ২৫৬ ভোট। বাবুর মোট ভোট ১ লাখ ৬৮ হাজার ২৪২ ভোট। তার এই জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হয়ে টানা চতুর্থবারের মতো জয়ী হওয়ার গৌরব অর্জন করলেন বাবু।