৩০ কেন্দ্রের ফলে এগিয়ে এ কে আজাদ

অনলাইন ডেস্ক
০৭ জানুয়ারী ২০২৪, ১৮:০৩
শেয়ার :
৩০ কেন্দ্রের ফলে এগিয়ে এ কে আজাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে ৩০টি কেন্দ্রের ফলে এগিয়ে রয়েছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তার চেয়ে বেশ পিছিয়ে আছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শামীম হক।

ফরিদপুর-৩ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৪টি। এর মধ্যে ৩০ কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে এ কে আজাদ পেয়েছেন ২৬ হাজার ৩৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হক পেয়েছেন ১২ হাজার ৬৬৬ ভোট।

ফরিদপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ০৪ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ০২ হাজার ৭৬৭ জন ও নারী ভোটার ২ লাখ ০১ হাজার ৫৩০ জন।