বিএনপি নেতা নবী উল্লাহসহ গ্রেপ্তার ৫
নাশকতার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল শুক্রবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। ডিবির একটি সূত্র গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
ডিবি জানায়, নাশকতার অভিযোগে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে আজ শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের