হানসা ম্যানেজমেন্টের সঙ্গে রূপায়ণ হাউজিংয়ের চুক্তি স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি
০৫ জানুয়ারী ২০২৪, ২১:২২
শেয়ার :
হানসা ম্যানেজমেন্টের সঙ্গে রূপায়ণ হাউজিংয়ের চুক্তি স্বাক্ষর

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত সর্বাধুনিক প্রকল্প রূপায়ণ লেক ক্যাসেলের গ্রাহকদের উন্নত মানের সেবা দেবে হানসা ম্যানেজমেন্ট লিমিটেড। এ লক্ষ্যে বছরের প্রথম দিনেই রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড ও হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আলোকে রূপায়ণ লেক ক্যাসেলের গ্রাহকদের মানসম্মত ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস দেবে হানসা ম্যানেজমেন্ট লিমিটেড।

হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ সাহেদুল হক এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষে সিইও মো. আলীনূর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিক গ্রুপের গ্রুপ সিইও সৈয়দ ছানোয়ারুল হক, ইউনিক গ্রুপের ফাইন্যান্স ও অ্যাকাউন্টস্ বিভাগের পরিচালক রিয়াদ হোসেন সিএমএ সহ হানসা ম্যানেজমেন্ট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের চিফ বিজনেস অফিসার প্রকৌশলী মো. সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপায়ণ লেক ক্যাসেলের যাবতীয় ফ্যাসিলিটি সার্ভিস হানসা ম্যানেজমেন্ট লিমিটেড দ্বারা পরিচালিত হবে। হানসা ম্যানেজমেন্ট লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ ফ্যাসিলিটিস, হসপিটালিটি এবং প্রোপার্টি ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি। যারা দীর্ঘদিন ধরে অত্যন্ত সফলতার সঙ্গে দেশের বিভিন্ন স্বনামধন্য ফাইভ স্টার হোটেল, বাণিজ্যিক ও আবাসিক ভবন, হাসপাতাল, ফুডকোর্ট, মেগাসিটিসহ বিভিন্ন প্রকল্পে সার্ভিস দিয়ে আসছে।