মাহিয়া মাহির নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০৪ জানুয়ারী ২০২৪, ১৪:০৫
শেয়ার :
মাহিয়া মাহির নির্বাচনী ইশতেহার ঘোষণা

ভোটের মাঠে দারুণ ব্যস্ত সময় পার করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মন্ডুমালা পৌর এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন এই চিত্রনায়িকা। ইশতেহারে ভোটারদের উদ্দেশ্যে ১৭ দফা উন্নয়নের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি।

ইশতেহারে উল্লেখিত বিষয়গুলো হলো-

সব শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে বৈষম্য দূর করা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা। গোদাগাড়ী-তানোরে বৃহৎ আকারে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা করার মাধ্যমে ঘরে ঘরে কর্ম সংস্থান ব্যবস্থা করা। কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সবজি-ফল সংরক্ষণের হিমাগার প্রতিষ্ঠা ও কৃষি পণ্য রপ্তানিমুখী করার জন্য ব্যবস্থা নেবেন তিনি। এছাড়াও কৃষকদের ন্যায্য মূল্যে সেচ, সার, বীজসহ কৃষি উপকরণ সরবরাহের জন্য কার্যকর ব্যবস্থা ও কৃষি যান্ত্রিকীকরণের ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান মাহি।

এছাড়াও আদিবাসী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করবেন। চর আষাড়ীয়াদ এলাকায় ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করবেন। গোদাগাড়ী-তানোরে শতভাগ খাবার পানি সরবরাহের ব্যবস্থা ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ পদক্ষেপ নিবেন।

শুধু তাই না, স্কুল- কলেজ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান ও বৃহৎ কারিগরি শিক্ষার ব্যবস্থা করবেন। তরুণ ও নারীদের দক্ষতা উন্নয়নে ও প্রশিক্ষণ প্রদান করে আউট সোর্সিং, আত্মকর্মসংস্থান এর অনুকূল পরিবেশ সৃষ্টি ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি-বেসরকারি উদ্যোগে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রয়োজনীয় রাস্তাঘাট, ব্রিজ- কালভার্টসহ সব যোগাযোগ অবকাঠামো সংস্কার, মেরামত ও নির্মাণের কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ব্যবস্থা করবেন। কার্যকর নদী ব্যবস্থাপনা ও খননের মাধ্যমে নৌরুট চালু করবেন। গোদাগাড়ী-তানোরের পর্যটন কেন্দ্র নির্মাণ ও শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তুলবেন। মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করবেন এই চিত্রনায়িকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি হেলথ কিনিকে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিসহ সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। নিয়োগ বাণিজ্য বন্ধ করবেন।

ইশতেহার শেষে মাহিয়া মাহি জানান, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী।