হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন পবন

অনলাইন ডেস্ক
০৩ জানুয়ারী ২০২৪, ১৯:৩৩
শেয়ার :
হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন পবন
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের (ঈগল প্রতীক) প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতে নির্বাচনে অংশগ্রহণ করতে পবনের আর কোনো বাধা নেই।

আজ বুধবার বিকেলে হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। পরে বিকেল সাড়ে ৪টায় পবন নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

প্রার্থিতা ফিরে পেয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেন- ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শোকরিয়া! অবশেষে আইনি লড়াইয়ের মাধ্যমে প্রার্থিতা ফেরত পেলাম। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনের প্রতি অনেক কৃতজ্ঞতা আমার প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার জন্য। আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের জনগণের প্রতি সালাম, অনেক কৃতজ্ঞতা এবং সম্মান জানাচ্ছি।’

পবন বলেন, ‘আমার প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন। একইসঙ্গে প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ করতে আমার আর কোনো বাধা নেই। নির্বাচনী এলাকার জনগণ আমার পাশে ছিল। সবার দোয়ায় আমি হাইকোর্টে ন্যায়বিচার পেয়েছি।’

উল্লেখ্য, আচরণবিধি ভঙ্গের কারণে মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে ইসি। গতকাল মঙ্গলবার দুপুরে ইসির উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন গত শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোনে নির্বাচনী বিভিন্ন অভিযোগের বিষয়ে আলোচনা করার সময় উচ্চবাক্য শুরু করেন তিনি। একপর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে অকথ্য ভাষায় আপত্তিকর কথা বলেন। এ কর্মকাণ্ডের মাধ্যমে পবন আরপিও বিধান লঙ্ঘন করেছেন জানিয়ে গত সোমবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দেয় ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।

আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ করায় নির্বাচনী অনুসন্ধান কমিটি পবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠায় রবিবার। এরপরই তাকে তলব করা হয়। তলবের পর গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ইসি।