‘সাথে থাকুন, যেতে হবে বহুদূর’

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারী ২০২৪, ১৩:১০
শেয়ার :
‘সাথে থাকুন, যেতে হবে বহুদূর’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নড়াইল-২ আসন থেকে লড়ছেন মাশরাফি বিন মর্তুজা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এই এলাকার বর্তমান সংসদ সদস্যও। নির্বাচনী প্রচারে তিনি এখন নিজ এলাকায় বিভিন্ন জনসভায় অংশ নিচ্ছেন।

নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা জনসভার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব । ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে নিয়মিত নির্বাচনী প্রচার চালাচ্ছেন তিনি।

আজ বুধবার নিজের একটি ছবি পোস্ট করেছেন মাশরাফি। দেখে বোঝা যাচ্ছে শীতের সকালে নির্বাচনী প্রচারের কাজ করছেন তিনি। ছবির ক্যাপশনে মাশরাফি লিখেন, নতুন বছরে নতুন শুরুর অপেক্ষায়, সাথে থাকুন, যেতে হবে বহুদূর...।