‘মনে রেখ কেবল একজন ছিল, যে ভালোবাসত শুধুই তোমাদের’

স্পোর্টস ডেস্ক
০২ জানুয়ারী ২০২৪, ১৮:৪৫
শেয়ার :
‘মনে রেখ কেবল একজন ছিল, যে ভালোবাসত শুধুই তোমাদের’

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে লড়ছেন মাশরাফি বিন মর্তুজা। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এই এলাকার বর্তমান সংসদ সদস্যও। নির্বাচনী প্রচারে তিনি এখন নিজ এলাকায় বিভিন্ন জনসভায় অংশ নিচ্ছেন।

মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব নড়াইল এক্সপ্রেস খ্যাত এই তারকা। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে নিয়মিত নির্বাচনী প্রচার চালাচ্ছেন তিনি। এমনই এক পোস্টে মাশরাফিকে দেখা যায় বয়স্ক এক নারীকে বুকে জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মনে রেখ কেবল একজন ছিল, যে ভালোবাসত শুধুই তোমাদের।’

মাশরাফি এরপর আরেকটি ভিডিও পোস্ট দেন। যেখানে তাকে বিভিন্ন এলাকায় পরিদর্শন করতে দেখা যায়। এর ক্যাপশনে তিনি লিখেন, গত ৫ বছরে নড়াইলের (২) জন্য আমি কী করেছি, কী করতে পারিনি তার সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। দেশের অন্যান্য জেলা থেকে অনেকাংশে পিছিয়ে পড়া এই জনপদকে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় তার সব রকম চেষ্টা ছিল, আছে এবং থাকবে। গত সময়ে আমি যা করতে পারিনি, আপনারা পাশে থাকলে সেসব করাও সম্ভব। নড়াইল হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু...।