স্বতন্ত্র প্রার্থীর ‘অফিসে’ গুলি, আহত ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০১ জানুয়ারী ২০২৪, ২৩:৩৮
শেয়ার :
স্বতন্ত্র প্রার্থীর ‘অফিসে’ গুলি, আহত ২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল হোসেন সবুজের নির্বাচনী অফিসসংলগ্ন ইলেকট্রনিক্স পণ্যের একটি দোকানে গুলি করার ঘটনা ঘটেছে। আজ সোমবার রাত ৮টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনায় মীম ইলেক্ট্রনিক্সে এ ঘটনা ঘটেছে।

গুলিটি নির্বাচনী অফিসের দরজার কাঁচ ভেদ করে ভেতরে প্রবেশ করে। কাঁচের আঘাতে দুজন আহত হন। এ ছাড়া গুলিতে একটি চেয়ারের পায়া ভেঙে যায়। আহতরা হলেন মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫) ও একই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে সাজেদুল উরফে সুরুজ (৩৮)।

স্বতন্ত্র প্রার্থী অফিসে গুলির খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। নেতাকর্মীরা সলিংমোড় এলাকায় বিক্ষোভ মিছিল করে।

মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান আমাদের সময়কে বলেন, ‘এ অফিসে বসে আমরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন পরিচালনা করি। সোমবার সন্ধ্যায় আমিসহ চকপাড়া গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, প্রভাষক সুরুজসহ চার-পাঁচজন বসে আলোচনা করছিলাম।’

তিনি বলেন, ‘আমাদের স্বতন্ত্র প্রার্থীর আটটার দিকে এ অফিসে আসার কথা ছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। এ সময় ৫/৬টি মোটরসাইকেলে দূর্বৃত্তরা গুলি ছুড়ে দ্রুত চলে যায়। গুলিটি অফিসের দরজার কাঁচ ভেদ করে একটি প্লাস্টিকের চেয়ারের পায়ায় লাগে। এতে চেয়ারের পায়া ভেঙে যায়। দরজার ভাঙা কাঁচের টুকরার আঘাতে নুরুল হক ও সুরুজ আহত হয়।’

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইকবাল হোসেন সবুজ বলেন, ‘গত ২২ডিসেম্বর মাওনায় আমার নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত আটটার দিকে চকপাড়া গ্রামের ছলিংমোড় এলাকায় আমার নির্বাচনী অফিসে গুলির ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ‘এ অফিসে আমার আসার কথা ছিল। হামলাকারীরা টাইম ফ্রেম বেঁধে হামলা করেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে আইনের আওতায় এনে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানাই।’

গাজীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন বলেন, ‘বিষয়টি তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শ্রীপুরের ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার শামীমা ইয়াসমীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো যাবে।’