আদালত বর্জনের ঘোষণা দিলেন বিএনপিপন্থী আইনজীবীরা

আদালত প্রতিবেদক
৩১ ডিসেম্বর ২০২৩, ১৮:১১
শেয়ার :
আদালত বর্জনের ঘোষণা দিলেন বিএনপিপন্থী আইনজীবীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জনসহ কয়েকটি দাবিতে আগামীকাল থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ঢাকার নিম্ন আদালত বর্জন কর্মসূচি পালন করবেন ঢাকা আইনজীবী সমিতির বিএনপিপন্থী আইনজীবীরা। আজ রবিবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলার হলরুমে বিএনপিপন্থী আইনজীবীদের এক সভায় সারাদেশের আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেন।

সভায় বিএনপিপন্থি আইনজীবী নেতা আজিজুল ইসলাম খান বাচ্চুর সভাপতিত্বে ও ওমর ফারুক ফারুকীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকার বারের সাবেক সভাপতি মোহসীন মিয়া, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, হযরত আলীসহ আরও অনেক আইনজীবী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হান্নান ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচির ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আগামী ৭ জানুয়ারি সরকার আরও একটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারী দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, অনুগত প্রার্থী প্রভৃতি হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে।’

আদালত বর্জনের ঘোষণা দিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আগামী ১ থেকে ৭ জানুয়ারি দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের সব (অধস্তন) আদালত বর্জনের করবেন বিএনপিপন্থী আইনজীবীরা।’