সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ১৯:২৭
শেয়ার :
সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইটের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নে কুন্দইল গ্রামে সাখাওয়াত হোসেন সুইটের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে। 

এ বিষয় সাখাওয়াত হোসেন সুইট বলেন, ‘আজ বিকেলে প্রচারণা করার সময় নৌকা প্রতীকের প্রার্থী ডা. আব্দুল আজিজের সমর্থক সাবেক চেয়ারম্যান টি এম আব্দুল্লাহেল বাকী ও মঞ্জিল তালুকদারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বদিউজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলেই ছিলাম। হঠাৎ করে বেশ কয়েকজন লোক এসে সাখাওয়াত হোসেন সুইটের নির্বাচনী প্রচারণায় হামলা চালায়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করি।’