বাহাউদ্দিন নাছিমকে ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির ফুলেল শুভেচ্ছা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নেতারা।
আজ বৃহস্পতিবার এই শুভেচ্ছা জানানো হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মতিঝিলে ১০, রাজউক এভিনিউয়ে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সামনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিমের পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সহ-সভাপতি এ বি এম বেলাল হোসেন খান ও সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।