আম্বার গ্রুপের পরিচালনা পর্ষদের নতুন সদস্য সিনাম আজিজ
আম্বার গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য হলেন সিনাম আজিজ। আজ বুধবার দুপুর ১টা ৩০ মিনিটে আম্বার গ্রুপের গুলশানের কর্পোরেট অফিসের সভাকক্ষে আয়োজন করা হয় তার অভিষেক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারটেক্স স্টার গ্রুপের চেয়ারম্যান সুলতানা হাসেম, আম্বার গ্রুপের ভাইস চেয়ারম্যান আনাফ আজিজ, পরিচালনা-পর্ষদের সদস্য ফারাহ রাসেল প্রমুখ।
উল্লেখ্য, সিনাম আজিজ আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেলের মেয়ে।
পরিচালনা পর্ষদের সদস্য হবার পর সিনাম আজিজ গ্রুপের ঐতিহ্যকে সমুন্নত রাখার সার্বিক প্রচেষ্টা গ্রহণের প্রতিশ্রুতি দেন।