ডিআইআইটি বিবিএ বিভাগের নবীন বরণ
রং-বেরঙের নানা উপকরণ সাজে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) বিবিএ বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।
বিবিএর ২১ ও ২২তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে সম্প্রতি ড্যাফোডিল টাওয়ার-৫ এর ৭১ মিলনায়তনে বেলা ১২টায় এই অনুষ্ঠানের সূচনা হয়।
নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় মূল আয়োজন।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসির এমডি ও সিইও রফিকুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের গ্রুপ সিইও ড. মোহাম্মদ নরুজ্জামান, বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র মো কামরুল আহসান ও ফিরোজ মাহমুদ এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ শাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে আসেন বিবিএ বিভাগের প্রধান লক্ষণ চন্দ্র রবিদাস। বিবিএ বিভাগের সাফল্য ও বিবিএ বিভাগ কেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা তা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিগত বছরগুলোর একাডেমিক সাফল্য তুলে ধরার মাধ্যমে তাদের উৎসাহ প্রদান করেন। ‘হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই সাফল্য অর্জন করা সম্ভব। টেকসই সাফল্যের উপর গুরুত্ব আরোপ করেন ও সময়ের মূল্য সম্পর্কে জ্ঞান দিয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন বক্তারা।
বিবিএর অ্যালামনাইগণ তাদের বক্তব্যের মাধ্যমে স্মৃতিচারণ করেন। এছাড়া ফটোসেশন ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিবিএর শিক্ষার্থীরা। শিক্ষার্থীগণের কুইজ, নাচ ও গান-বাজনার মধ্য দিয়ে দিনটি সুন্দরভাবে অতিবাহিত করেন নবীন শিক্ষার্থীরা।