নির্বাচন নিয়ে কী ভাবছেন কুয়েত প্রবাসীরা

কুয়েত প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৯
শেয়ার :
নির্বাচন নিয়ে কী ভাবছেন কুয়েত প্রবাসীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুধু দেশের মানুষই নয়, প্রবাসীদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। কাজের ফাঁকে অবসরে রুমে, চায়ের দোকানে কয়েকজন মিলিত হলে শুরু হয় সংসদ নির্বাচন ঘিরে চুলচেরা বিশ্লেষণ। চলছে নানা হিসাবনিকাশ।

সব প্রার্থীকে নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণায় অংশগ্রহণে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনের দেখার প্রত্যাশা প্রবাসীদের। মধ্যপ্রাচ্যসহ অনেক দেশের রাজনৈতিক সংগঠনের প্রবাসী নেতারা নিজের পছন্দের দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ছুটি নিয়ে দেশে এসেছেন।

কুয়েত প্রবাসী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে বাংলাদেশে যাব। আমি আশা করি প্রবাসীরা যেনো পরিবার নিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়। নির্বাচন কমিশনের প্রতি আমাদের এই প্রত্যাশা।’

প্রবাসীরা বলছেন, ‘দীর্ঘদিন প্রবাসে অবস্থান করার কারণে স্বল্প সময়ের জন্য ছুটিতে এসে অনেকেরই ভোটার হওয়া সময় সুযোগ থাকে না। সে কারণে জনসংযোগ, সভা-সেমিনারে অংশগ্রহণ করতে দেখা গেলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় ভোট দেওয়ার স্বাদ মিটবে না তাদের অনেকের। ছুটিতে আসা প্রবাসীরা দ্রুত সময়ের মধ্যে এনআইডি সেবা দেওয়ার দাবি জানান।’

প্রবাসী আব্দুর রাজ্জাক ভুঁইয়া বলেন, ‘দেশের বাইরে বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী থাকেন, যাদের বেশির ভাগই মধ্যপ্রাচ্যে থাকেন। রিজার্ভ বৃদ্ধি ও রেমিট্যান্স বাড়াতে হলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা বিমানবন্দরে হয়রানি, মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনাসহ আরও অন্যান্য সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরতে প্রবাসীদের মধ্য থেকে জাতীয় সংসদে সংরক্ষিত আসন রাখা জরুরি।’