নৌকা মার্কা সরকারে আসলে মানুষের শান্তি থাকে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নৌকা মার্কা সরকারে আসলে মানুষের শান্তি থাকে। ঘরে খাবার থাকে। জীবনের নিরাপত্তা থাকে। শিক্ষার আলো পান, চিকিৎসা পান, সুন্দর জীবন পান।’
আজ মঙ্গলবার রংপুরের মিঠাপুকুরে নির্বাচনী জনসভায় আওয়ামী লীগ সভাপতি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। প্রত্যেকটা মানুষকে ঘর করে দেব। সেটাই আমাদের সিদ্ধান্ত। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষকে উন্নত জীবন দিতেই কাজ করছে আওয়ামী লীগ সরকার। দেশের সড়ক যোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন করেছে সরকার। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।’
তিনি বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। এই বাংলাদেশের মানুষই আমার পরিবার। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা জীবন দিয়েছেন। আমিও আপনাদের পাশে আছি।’
এর আগে তিনি তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠের রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউ এর নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন।