মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে বয়কটের আহ্বান জাহাঙ্গীরের

গাজীপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১
শেয়ার :
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে বয়কটের আহ্বান জাহাঙ্গীরের
ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে অযোগ্য আখ্যা দিয়ে তাকে বয়কটের আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।  আজ শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় গাজীপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের পক্ষে গণসংযোগে তিনি এ আহ্বান জানান। 

জাহাঙ্গীর আলম বলেন, ‘১৫ বছর ধরে মোজাম্মেল হক সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রী পদে দায়িত্ব পালন করছেন। এ সময়ে এলাকার কোনো উন্নয়ন তিনি করতে পারেননি। এক কিলোমিটার রাস্তা করতে পারেননি, তার সুপারিশে কোন চাকরি হয়নি। কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে পারেননি। অথচ নিজের টিনশেড বাড়িকে দশ তলায় রূপান্তর করেছেন। নিজের ছেলেকে সরকারি চাকরি দিয়েছেন, মেয়ের জামাতাকে বিমানবন্দরে ভিআইপি মর্যাদা দেওয়ার ব্যবস্থা করেছেন। অথচ এলাকার উন্নয়ন নিয়ে থেকেছেন নীরব।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে মন্ত্রীকে বয়কটের আহ্বান জানিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের ট্রাক প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানাই। ’

জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগকে ব্যবহার করে চেয়ারম্যান থেকে মন্ত্রী হয়েছেন মোজাম্মেল হক। দীর্ঘদিন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি থাকলেও তিনি আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয় পর্যন্ত করতে পারেননি । সারাদেশে মডেল মসজিদ হলেও দুইজন মন্ত্রী থাকার পরও গাজীপুর মহানগরে কোনো মডেল মসজিদ হয়নি। কেবিনেটের সিনিয়র মন্ত্রী অথচ সিন্ডিকেট ভাঙতে পারেননি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। মন্ত্রীর বয়স হয়েছে, আগে কাজ করতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না, তাই তরুণ সমাজকে এলাকার উন্নয়নের জন্য রাসেলের সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’