বিএনপি-জামায়াত ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না: সাদ্দাম

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩, ১২:৪২
শেয়ার :
বিএনপি-জামায়াত ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না: সাদ্দাম

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিতে পারেনি, তেমনি পাকিস্তানি শাসক সমর্থক বিএনপি জামায়াতরাও আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না।’

গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় সুনামগঞ্জ ১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের নৌকার প্রার্থী এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারের পক্ষে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার প্রচারণায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলনের মাঠে ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে তারা ভোটের পক্ষে, আইনের শাসন ও সাংবিধানিক অনুশাসনের পক্ষে। উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাই দেশে ভোটের গণজোয়ার তৈরি হয়েছে তা হল নৌকার পক্ষে গণজোয়ার, তেমনি গণতন্ত্রের পক্ষেও।’

সাদ্দাম বলেন, ‘বিএনপি জামাতের রাজনৈতিক ভাষা হচ্ছে সহিংসতা। বাংলাদেশের মানুষ বিএনপি-জামায়াতকে প্রত্যাখান করেছে।’

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘প্রায় ৮ লাখ নেতাকর্মীর সমন্বয়ে ৪৩ হাজার ভোট কেন্দ্রে আমরা কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে দিয়েছি, প্রতি কেন্দ্রে ন্যূনতম ২০ জন সদস্য থাকবে। এ ছাড়া আমাদের জেলা ও বিভাগীয় সমন্বয় কমিটিও গঠন করা হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে, নৌকার বিজয় হবেই।’

এর আগে তিনি গতকাল দুপুরে সুনামগঞ্জ ৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ সাদিকের পক্ষে সুনামগঞ্জ সদর এলাকার ও বিকেলে বিশ্বাম্ভরপুর উপজেলায় বিভিন্ন বাজারে প্রচারণা শেষে সন্ধ্যায় সদরে বক্তব্য রাখেন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্ব দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেলা স্টেডিয়ামের সামনে থেকে নৌকা প্রতীকের পক্ষে শহরের ট্রাফিক পয়েন্ট, ডিএসরোড, কালী বাড়ি পয়েন্ট প্রচারণার মাধ্যমে লিফলেট বিতরণের সময় ভোটারদের ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ ১ আসনের রঞ্জির চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ কেন্দ্রীয় ছাত্র লীগের সহ-সভাপতি রাকিব হাসান, ইবলুল হামাস, আল আমিন রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাফায়াত জামিল, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান প্রমুখ।