রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ২২:৪৬
শেয়ার :
রূপগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌকার প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় অন্তত দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রূপগঞ্জের কাঞ্চন বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাব্বি মিয়া ও নিহাল ভূঁইয়া। তারা উভয়ে আব্দুর রহিমের অনুসারী স্বেচ্ছাসেবক লীগ কর্মী। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, কাঞ্চন পৌরসভা এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাম রসুল ও আব্দুর রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আগেও তারা একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। পুরোনো দ্বন্দ্বের জেরে আজ সন্ধ্যায় গোলাম রসুল ও আব্দুর রহিমের অনুসারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে উভয় পক্ষ রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। আব্দুর রহিমের অনুসারীরা কাঞ্চন বাজারে অবস্থিত গোলাম রসুলের ভাই নূর হোসেনের মালিকানাধীন একটি মিষ্টির দোকান ভাঙচুর করে। এ সময় বাজার এলাকার ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাজার ছেড়ে চলে যান। পরে ঘটনাস্থলে ভোলাবো তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কথা বলতে গোলাম রসুল ও আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা ফোন ধরেননি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্কর সাহা জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে ৮জনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।