বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ারের কারামুক্তিতে বাধা নেই

অনলাইন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ২০:২৯
শেয়ার :
বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ারের কারামুক্তিতে বাধা নেই

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারের জামিন আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। এর ফলে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সরোয়ারের কারামুক্তিতে কোনো বাধা রইল না।

আজ বৃহস্পতিবার সরোয়ারকে দেওয়া হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। গত ১৮ ডিসেম্বর তাকে জামিন দেন হাইকোর্ট।  

 রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর সরোয়ারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

মাহবুব উদ্দিন খোকন সংবাদমাধ্যমকে বলেন, ২৮ অক্টোবর ঢাকার পল্টনে বিএনপির মহাসমাবেশের দিন রাজারবাগ পুলিশ লাইনসে হামলার ঘটনায় মজিবুর রহমান সরোয়ারকে ৩ নভেম্বর গ্রেপ্তার করে পুলিশ। আপিল বিভাগের আদেশে তার জামিন বহাল থাকায় কাশিমপুর কারাগার থেকে তার মুক্তিতে কোনো বাধা থাকল না।