‘যদি মনে করি, ১৫ মিনিটের মধ্যে ওদের নাই করে দেব’
১৫ মিনিটের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে ‘নাই করে’ দিতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ কে এম শামীম ওসমান। আজ মঙ্গলবার ফতুল্লার কাশিপুরে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিএনপির উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘মানুষকে পুড়িয়ে হত্যা করার নাম কি রাজনীতি? কেন রে ভাই। আল্লাহর কাছে কি জবাব দেবেন না। আমাদের ৫৪ জন মানুষকে এই পর্যন্ত নিজের হাত দিয়ে দাফন করতে হয়েছে। কই, আমরা তো প্রতিশোধ নেই না।’
তিনি বলেন, ‘আমার ভাই সেলিম ওসমান, তখন সে রাজনীতি করত না। তার ফ্যাক্টরির ভেতর ঢুকে ৩০০ গাভির বান কেটে দেওয়া হলো। ভাইকে গ্রেপ্তার করা হলো। যদি মনে করি, ১৫ মিনিটের মধ্যে ওদের নাই করে দেব। পুলিশ-প্রশাসন ওদের পক্ষে থাকবে; তার পরেও কিছু করতে পারবে না। কিন্তু আমি এটা করব না।’
আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, ‘আপনি কি মনে করেন, আওয়ামী লীগের সব ভালো লোক? না। এ দলেও খারাপ লোক আছে। অন্য দলে সব খারাপ লোক? নো। সেখানেও ভালো লোক আছে।’
শামীম ওসমান বলেন, ‘আমাকে মন্ত্রী হইতে বলা হইসে, আমি হইনি। আমি মানুষকে ভালোবাসি, আমার বাবা-মায়ের কাছ থেকে আমি এটাই শিখেছি। এই ফতুল্লা অঞ্চলে ১২-১৫ হাজার কোটি টাকার কাজ আমরা করে ফেলেছি। পাগলের মতো কাজ করেছি, কারণ আল্লাহকে খুশি করাতে চাই।’
তিনি বলেন, ‘আমরা ৮৫ ভাগ কাজ শেষে করেছি, আমি বাকি কাজগুলো শেষ করতে চাই। আমি এখন চাচ্ছি, নারায়ণগঞ্জের মানুষের যাতে আর ঢাকায় যেতে না হয়। আমাদের নারায়ণগঞ্জে মেট্রোরেল হবে। আমরা একটা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই।’
শামীম ওসমান বলেন, ‘আমার জীবনের শেষ বয়স চলছে। প্রতিদিন আমার কেন জানি মনে হয়, আমি আর বাচঁব না।’
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।