স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা সওদাগর

বিনোদন প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:১৩
শেয়ার :
স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন মিশা সওদাগর

১০ বছর প্রেম করার পর ১৯৯৩ সালে জোবায়দা রব্বানী মিতাকে বিয়ে করেন ঢাকাই সিনেমার দাপুটে অভিনেতা মিশা সওদাগর। কিছুদিন আগেই দাম্পত্য জীবনের ৩০ বছর পার করেছেন তারা। সেদিন প্রিয় স্ত্রীকে নিয়ে এই অভিনেতা ফেসবুকে লিখেছিলেন দু’চার কথাও। কৃতজ্ঞতা জানিয়ে মিশা জানিয়েছেন, তাদের অতীতের কিছু কথা।

গতকাল রবিবার ছিল মিশা সওদাগরের স্ত্রী মিতার জন্মদিন। বিশেষ এদিনে পাশে নেই মিশা। শুধু তাই না, শুটিংয়ের চাপে স্ত্রীর জন্মদিনের কথাও ভুলে গেলেন তিনি। আর সেকারণে স্ত্রীর কাছে ক্ষমাও চাইলেন সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।

কলকাতা থেকে মুঠোফোনে মিশা সওদাগর দৈনিক আমাদের সময় অনলাইকে বলেন, ‘আমি বর্তমানে কলকাতায় আছি। ‘কবি’ ছবির শুটিং করছি। আর মিতা আছে যুক্তরাষ্ট্রে। গতকাল ছিল ওর জন্মদিন। আমি আগামী ২৫ তারিখ যুক্তরাষ্ট্রে যাব। তাই আমার শুটিংগুলো নির্মাতা (হাসিবুর রেজা কল্লোল) আগেভাগে শেষ করছেন। শুটিংয়ের ব্যস্ততার কারণে মিতার জন্মদিনের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।’

তিনি আারও বলেন, ‘গতকাল দিন শেষে মিতা যখন মনে করিয়ে দিল, তখন নিজের কাছেই কেমন জানি লাগছিল। যদিও মিতা রাগ করে খুব বেশিক্ষণ থাকতে পারে না। সেও জানে এই ভুলটা আমার অনিচ্ছায় হয়েছে। তারপরও ভুলে যাওয়ার জন্য বউয়ের কাছে ক্ষমা চাইলাম।’

উল্লেখ্য, বর্তমানে মিশা-মিতা দম্পতি দুই পুত্রসন্তানের জনক। বড় ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ছোট ছেলে ওয়াইজ করণী। তারা আমেরিকায় থাকেন। যে কারণে সুযোগ পেলেই স্ত্রী-পুত্রকে সময় দিতে সেখানে উড়াল দেন অভিনেতা।