এক ফোনেই আটকে গেল ঢাবি শিক্ষকদের আলোচনা সভা

ঢাবি প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩, ২১:১১
শেয়ার :
এক ফোনেই আটকে গেল ঢাবি শিক্ষকদের আলোচনা সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আর সি মজুমদার মিলনায়তনে ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১: আমরা কেন উদ্বিগ্ন?’ শীর্ষক একটি উম্মুক্ত আলোচনা সভার আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

আজ বুধবার দুপুরে আড়াইটা থেকে আলোচনা সভাটি হওয়ার কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভার ভেন্যু শেষ মুহূর্তে বাতিল করে দিয়েছে। এ কারণে জাতীয় শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের সেই সভাটি আর হচ্ছে না।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, আর সি মজুমদার মিলনায়তনটি কলা অনুষদের আওতাধীন। অনুষ্ঠান শুরুর আগে বেলা ১টা ৪৮ মিনিটে কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির ফোন দিয়ে এটি না করার অনুরোধ করেন।

সরেজমিনে দুপুর আড়াইটার দিকে গিয়ে দেখা যায়, মিলনায়তনের দরজা তালাবদ্ধ রয়েছে। দরজার সামনে দাঁড়ানো আছেন আয়োজকরা। পরে বেলা ৩টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন ওই অনুষ্ঠানের আয়োজক শিক্ষকরা।

এ বিষয়ে আয়োজকদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান বলেন, ‘প্রোগ্রামের জন্য এই অডিটোরিয়ামটি আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু শুরুর আধাঘণ্টা আগে আমাকে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির ফোন দেন। তিনি বলেছেন, এই ভেন্যুতে আমাদের দেওয়া বুকিং ক্যানসেল করা হয়েছে। আমরা যেন প্রোগ্রামটি না করি।’

নির্দিষ্ট কোনো কারণ তিনি বলেছেন কি না—জানতে চাইলে তানজিম উদ্দিন বলেন, ‘সুনির্দিষ্ট কোনো কারণ তিনি আমাকে বলেননি। তবে বলেছেন, এক জায়গা থেকে তিনি ফোন পেয়েছেন। ওই জায়গার পক্ষ থেকে নাকি বলা হয়েছে, আমাদের যেন স্পেসটি ব্যবহার করতে না দেন। এরপর তিনি আমাকে বলেছেন, “যেহেতু ফোন এসেছে সেহেতু ঝামেলা হতে পারে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা যেন প্রোগ্রাম না করেন”।’

এ বিষয়ে জানতে অধ্যাপক আব্দুল বাছির আমাদের সময়কে বলেন, ‘আর সি মজুমদার অডিটোরিয়ামের একটি নিয়ম-নীতিমালায় আছে। সরকার, বিশ্ববিদ্যালয় ও সর্বোপরি আমাদের জাতিসত্তা ও ধর্মকে আঘাত করে কিছু না বলা এই নীতিমালার অংশ। যারা এই প্রোগ্রামটা করতে চেয়েছিলেন, সেখানে এই নীতিমালা ব্যত্যয় হওয়ার সম্ভাবনা থাকে। আমরা তো রাষ্ট্রের অংশ। এই মহূর্তে ক্ষতিকর কোনো কিছু হলে কারও জন্য ভালো না। তখন আয়োজককে বিনয়ের সাথে ফোন করে বললাম, এটা তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আপনারা প্রোগ্রামটা অন্য জায়গায় করেন। এইটুকু কথা হয়েছে। এর বেশি কথা হয়নি।’

আয়োজকরা জানান, জাতীয় শিক্ষাক্রম ২০২১ নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনা চলছে। নতুন এই শিক্ষাক্রম নিয়ে সমালোচনা করার কারণে কয়েকজন অভিভাবক ও শিক্ষকের বিরুদ্ধে সরকার সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছে ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।