রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের কারাদণ্ড
২০১৮ সালে রাজধানীর ভাটারা থানার রাষ্ট্রদ্রোহ মামলায় ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আতাউর রহমানসহ ৪ জনকে তিন বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও এক মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ড পাওয়া অপর আসামিরা হলেন ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল আজিজ, মোশারফ হোসেন স্বপন ও হেলাল উদ্দিন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ সেলিম রেজা রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলে এ ঘটনায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর রাত সোয়া ৮টায় বিএনপি ও জামায়াত শিবিরের দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে ভাটারা থানার ফাঁসেরটেক ২১ নম্বর বাড়ির সামনে বেআইনি সমাবেশ করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জানমালের ক্ষতি সাধনের উদ্দেশে গোপন ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি
ওই ঘটনায় ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলাটি দায়ের করেন। পরে মামলাটি তদন্ত করে একই থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আদালত ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।