দারাজ নিয়ে এলো দ্য গ্র্যান্ড ইয়ার-এন্ড ক্যাম্পেইন ১২.১২
দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে নিজেদের গ্র্যান্ড ওয়ানডে ইয়ার-এন্ড ক্যাম্পেইন ১২.১২ । ১২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলমান এই ক্যাম্পেইন জুড়ে গ্রাহকদের জন্য থাকছে অসাধারণ অফার এবং অনন্য সব ডিলস ও ছাড়সহ একটি অতুলনীয় কেনাকাটার অভিজ্ঞতা।
দারাজের এই ‘দ্য গ্র্যান্ড ইয়ার-এন্ড ক্যাম্পেইনে ‘সবই কিনুন দারাজে, সেরা দাম প্রতিদিন’ স্লোগানটি সকল প্রকার পন্যের সহজলভ্যতাকে মুল্যায়িত করে। ক্রেতাগণ অনলাইন পেমেন্টে ১৫% পর্যন্ত সেভিংস থেকে শুরু করে আরও উপভোগ করবেন নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং ১২০০০ টাকা পর্যন্ত ভাউচার।
এছাড়া ক্যাম্পেইনটিতে রয়েছে শেক শেক, হট ডিলস, মেগা ডিলস, রিভিউ এন্ড উইন, দারাজ গেমস, যেকোনো ৩টি পণ্যের বান্ডেল এবং প্রতিদিন সর্বনিম্ন মূল্যের মত আরও নানা রকম আকর্ষণীয় অফার।
কেনাকাটার অভিজ্ঞতা সুবিধাজনক করতে, এই ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনার হিসেবে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক, ইউসিবি, ইবিএল, দারাজ-ইবিএল (সিবিসি), ইবিএল জিপ, এলবিএফএল, এসইবিএল, পিবিএল, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, এনসিসি, এনআরবি এবং এফএসআইবিএল।
ক্যাম্পেইনটিতে কো-স্পন্সর হিসেবে আছে হায়ার বাংলাদেশ লিমিটেড, ইনফিনিক্স বাংলাদেশ, বাটা, লোটো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, প্যারাস্যুট এডভান্সড, ডেটল এবং মোশন ভিউ। এছাড়াও হোমেল, অরাইমো, লুইসউইল, স্কেমেই, টিপি-লিংক বাংলাদেশ, রিয়েলমি, ফেব্রিলাইফ, নেসলে বাংলাদেশ, গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ, হারপিক-রেকিট বেনকিজার বাংলাদেশ, ফারনিকম, উইরেস্টো, সিঙ্গার বাংলাদেশ, মিনিস্টার- মাইওয়ান গ্রুপ, মেনফেয়ার, ইনফিনিটি মেগামল, ওজেরিও, ওয়াও স্কিন সায়েন্স, স্কিন ক্যাফে লিমিটেড, রিবানা, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, কোলগেট, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন লিমিটেড- কেলোগস, পুমা, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন লিমিটেড- নিভিয়া এবং রেকিট বেনকিজার বাংলাদেশ- ভিট এর মত স্বনামধন্য ব্র্যান্ড। যাদের সঙ্গে যুক্ত হতে পেরে দারাজ গর্বিত।
দারাজের চীফ মার্কেটিং অফিসার, তালাত রহিম বলেন, ‘এটি সাধারণ ক্যাম্পেইন নয়, বরং আমাদের সারা বছরের গ্র্যান্ড ফিনালে যা ক্রেতাদের অভাবনীয় ডিলস এবং একটি ব্যতিক্রমী শপিং অভিজ্ঞতা দেয়। গ্রাহকদের জন্য সেরা দাম এবং সকল প্রকার পন্যের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হল দারাজ। বছরের শেষকে আরও স্মরণীয় করে তুলতে আমাদের এই ক্যাম্পেইন অফার উপভোগ করা যাবে ১২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর।”
দারাজের সঙ্গে এক অনন্য কেনাকাটার অভিযানে যুক্ত হন যেখানে অসাধারণ ডিলসের সম্মেলন ঘটে ক্রেতাদের সীমাহীন পছন্দের সঙ্গে। বছরের শেষ মুহূর্তগুলোকে করে তুলুন ব্যতিক্রমী!